Posts

Showing posts from February, 2022

মানবতা

এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেলো। খাদ্য-বস্ত্রে দেখা দিল চরম অভাব। স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটা হীরের হার দিয়ে বললোঃ--এটা তোমার কাকার দোকানে নিয়ে যাও সে যেন এটা বেচে কিছু টাকার ব্যবস্থা করে দেয় ছেলেটা হারটি নিয়ে কাকার কাছে গেল। কাকা হারটা ভালো করে পরীক্ষা করে বললোঃ- বেটা, তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজার খুবই মন্দা, কয়েকদিন পর বিক্রি করলে ভাল দাম পাওয়া যাবে। কাকা কিছু টাকা ছেলেটিকে দিয়ে বললেনঃ-- আপাতত এটা নিয়ে যাও আর কাল থেকে তুমি প্রতিদিন দোকানে আসবে আমি কোন ০১দিন ভাল খদ্দোর পেলেই যেন তুমি দৌড়ে হার নিয়ে আসতে পার তাই সারাদিন থাকবে। পরের দিন থেকে ছেলেটা রোজ দোকানে যেতে লাগলো। সময়ের সাথে সাথে সেখানে সোনা-রুপা-হীরে কাজ শিখতে আরম্ভ করলো। ভাল শিক্ষার ফলে অল্প দিনেই খুব নামি জহুরত বনে গেল। দূর দূরান্ত থেকে লোক তার কাছে সোনাদানা বানাতে ও পরীক্ষা করাতে আসত। খুবই প্রসংশীত হচ্ছিল তার কাজ। একদিন ছেলেটির কাকা বললোঃ-- তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজারের অবস্থা বেশ ভালো, তাই সেই হারটা যেন তোমার হাতে দিয়ে দেন। এখন এটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। ছেলেটি

চাকরির ইন্টারভিউ

পুলিশে চাকরির ইন্টারভিউ হচ্ছে। গম্ভীর মুখে বসে অপেক্ষা করছেন তিন পরীক্ষক। প্রথম যে ব্যক্তি এলেন তাকে সহজ একটি প্রশ্ন করে সাক্ষাৎকার শুরু করতে চাইলেন প্রথম অফিসার। 🔹 ধরো, তুমি বাজারে গেলে আপেল কিনতে। এক কেজি আপেলের দাম একশো টাকা হলে তুমি একশ গ্রাম আপেলের দাম কত দেবে ? শুনে সহাস্য ভঙ্গিতে চাকরিপ্রার্থী বললো, - স্যার ! একশ গ্রাম আপেল যদি টাকা দিয়ে কিনতে হয় তাহলে পুলিশের চাকরি করবো কী করতে ? অফিসার মজা পেলেন উত্তর শুনে। এবার দ্বিতীয় অফিসার বললেন, 🔹 যদি তোমার বাবা কিনতে যান ? - আমার বাবার দাঁত নেই। শুধু কলা খেতে পারেন, আপেল দিয়ে কী করবেন ? এবার তৃতীয় অফিসার জিজ্ঞাসা করলেন, 🔹 আচ্ছা যদি তোমার ভাই কিনতে যায় ? - স্যার, আমার ভাই যদি ১০০ গ্রাম আপেল কেনে তাহলে অযথা ১ কেজির দাম জিজ্ঞেস করবে কেন? ১০০ গ্রাম-এরই দাম জিজ্ঞেস করবে। মরিয়া হয়ে ওই অফিসার জানতে চাইলেন - 🔹 যদি সাধারণ কেউ কেনে ? - স্যার, সাধারণ মানুষের কি আপেল কেনার সাধ্য আছে ? কিনলে পয়সাওয়ালা কেউ কিনবে। এবার দ্বিতীয় অফিসার জিজ্ঞাসা করলেন, 🔹 আচ্ছা যদি পয়সাওয়ালা কেউ কেনে ? তাহলে ? - স্যার, পয়সাওয়ালা কেউ যদি কেনে সে কি আর একশো গ্রাম কিন

The Oxford/AstraZeneca (ChAdOx1-S [recombinant] vaccine) COVID-19 vaccine: what you need to know

Image
The  WHO Strategic Advisory Group of Experts on Immunization (SAGE)  has issued interim recommendations for use of the Oxford/AstraZeneca COVID-19 vaccine (ChAdOx1-S [recombinant] vaccine).  This article provides a summary of the interim recommendations which were updated on 30 July 2021. You may access the  guidance document here . Who should be vaccinated first? While vaccine supplies are limited, it is recommended that priority be given to health workers at high risk of exposure and older people, including those aged 65 or older. Countries can refer to the  WHO Prioritization Roadmap  and the  WHO Values Framework  as guidance for their prioritization of target groups. Who else can take the vaccine? Vaccination is recommended for persons with comorbidities that have been identified as increasing the risk of severe COVID-19, including obesity, cardiovascular disease, respiratory disease and diabetes.  Although further studies are required for persons living with HIV or auto-immune co